Token Refresh

কেন টোকেন রিফ্রেশ করতে হবে:

১.ফেসবুক নিরাপত্তা স্বার্থে 60 দিন পরপর টোকেন রিফ্রেশ করতে হয়।

2. ফেসবুক পাসওয়ার্ড যদি পরিবর্তন করা হয়। ।

3. কোন কারনে CommEngine লগ ইন করতে ৬০ দিনের বেশি অতিবাহিত হয়।

4. অথবা CommEngine ব্যবহার করার সময় কোনো ধরনের সমস্যার সমুখীন হন।

কিভাবে করবেন :

ধাপ 1:

1. CommEngine Settings এ যান

2. Refresh Token ক্লিক করুন (আপনি এটি নীচের মধ্যবর্তী স্থান পাবেন, Action এর নিচে)

3. একটি উইন্ডো পপআপ করবে [আপনার (ফেসবুক আইডি যা CommEngine লগ ইন করার জন্য ব্যবহার করা হয়েছে ) continue ক্লিক করুন ]

4. আপনার Business পেজ সিলেক্ট করুন > Next ক্লিক করুন

5. Done ক্লিক করুন> OK ক্লিক করুন

আপনার টোকেন এখন রিফ্রেশ হয়ে যাবে।

যদি এরপরও কোনো সমস্যা থাকে যাই ধাপ ২ তে যান (Rare Case)

ধাপ ২:

১. আপনার ফেসবুক সেটিংস যান

২. Business Integration ক্লিক করুন (আপনি বাম কোণার নীচে এটি পাবেন)

৩. CommEngine সিলেক্ট করুন এবং Remove ক্লিক করুন

৪. আবার ধাপ ১ অনুসরণ করুন

টোকেন রিফ্রেশ হয়ে যাবে।

Last updated