Wallet recharge

১। প্রথমে কমইঞ্জিন Admistration ক্লিক করুন।

২। এরপর wallet ক্লিক করুন। বাম দিকে উপরে কোনায় recharge wallet -a ক্লিক করুন। নতুন একটি উইন্ডো আসবে।

৩। " Visa /Master Card /AMEX /Others" এই অপশনটি ক্লিক করুন। এরপর আপনার কাছে নিম্নোক্ত ইনফরমেশন গুলো চাওয়া হবে :

১.নাম (বাই ডিফল্ট অ্যাডমিন দেয়া থাকবে)

২.আপনার মেইল এড্রেস (বাই ডিফল্ট অ্যাডমিন দেয়া থাকবে)

৩.ফোন নম্বর

৪.এড্রেস (বাই ডিফল্ট অ্যাডমিন দেয়া থাকবে)

৫.ক্যাম্পেইন ইউনিট (আপনি কত টাকা recharge করতে চান তা সংখ্যায় লিখবেন।

৬.ক্লিক সাবমিট।

আপনি সবার উপরে আপনার কত টাকা পে করতে হবে তা দেখতে পারবেন।

কিভাবে পে করবেনঃ

- কার্ডে যদি পে করতে চান তাহলে আপনি কোন কার্ডে পে করবেন সেই অপশনটিতে ক্লিক করুন (Pay with visa ).আপনার কার্ডের কিছু ইনফরমেশন চাওয়া হবে। ইনফরমেশন গুলো সাবমিট করবার পর আপনার ক্যাম্পেইন কেনা হয়ে যাবে।

- বিকাশ, রকেট, শিওর ক্যাশ এ ও পেমেন্ট করতে পারবেন ।

Last updated