How to purchase Campaign Balance

১। প্রথমে কমইঞ্জিন Campaign History ক্লিক করুন।

২। ডান দিকে উপরে কোনায় BUY Campaign Balance ক্লিক করুন। নতুন একটি উইন্ডো আসবে।

৩। " Visa /Master Card /AMEX /Others" এই অপশনটি ক্লিক করুন। এরপর আপনার কাছে নিম্নোক্ত ইনফরমেশন গুলো চাওয়া হবে :

১.নাম (বাই ডিফল্ট অ্যাডমিন দেয়া থাকবে)

২.আপনার মেইল এড্রেস (বাই ডিফল্ট অ্যাডমিন দেয়া থাকবে)

৩.ফোন নম্বর

৪.এড্রেস (বাই ডিফল্ট অ্যাডমিন দেয়া থাকবে)

৫.ক্যাম্পেইন ইউনিট (আপনি কত ইউনিট ক্যাম্পেইন কিনতে চান তা সংখ্যায় লিখবেন।যদি ১০০ ক্যাম্পেইন কিনতে চান তাহলে আপনার আপনার ৪০০ টাকা পে করতে হবে(১০০০*.৪০)=৪০০।

৬.ক্লিক সাবমিট।

আপনি সবার উপরে আপনার কত টাকা পে করতে হবে তা দেখতে পারবেন [যদি ১০০ ক্যাম্পেইন কিনতে চান তাহলে আপনার আপনার ৪০০ টাকা পে করতে হবে(১০০০*.৪০)=৪০০। ]

কিভাবে পে করবেনঃ

- কার্ডে যদি পে করতে চান তাহলে আপনি কোন কার্ডে পে করবেন সেই অপশনটিতে ক্লিক করুন (Pay with visa ).আপনার কার্ডের কিছু ইনফরমেশন চাওয়া হবে। ইনফরমেশন গুলো সাবমিট করবার পর আপনার ক্যাম্পেইন কেনা হয়ে যাবে।

- বিকাশ, রকেট, শিওর ক্যাশ এ ও পেমেন্ট করতে পারবেন ।

Last updated